হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস মাসাবিহুস সুন্নাহ, সুনানে তিরমিযী, মুসনাদে আহমাদ পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
عَلِيٌّ مِنِّي وَ أَنَامِنْ عَلِيٍّ، وَلَا يُؤَدِّي عَنِّي إِلَّا أَنَا أَوْ عَلِيٌّ.
আলী আমা থেকে আর আমি আলী থেকে, আমি আর আলী ব্যতীত কেউই আমার (রেসালাতের) অধিকার পূরণ করেনি।
(মাসাবিহুস সুন্নাহ ৪:১৭২/৪৭৬৮, সুনানে তিরমিযী ৫:৬৩৬/৩৭১৯, মুসনাদে আহমাদ ৪:১৬৪)